রাজশাহী প্রতিনিধি
রেলওয়ের অব্যবস্থাপনা এবং সহজ ডটকমের কারণে যাত্রী হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আজ শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সুরুজ বলেন, ‘রেল ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে প্রতিবছর ঘাটতিতে চলছে। রেল কর্মকর্তাদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। অনলাইনে টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট সেল হয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ টিকিট পাচ্ছে না। রেলের এসব সমস্যা সমাধান এখন গণমানুষের দাবি। আমরা চাই দ্রুততম সময়ে যেন এসব সমস্যা সমাধান করে রেল খাতকে দুর্নীতিমুক্ত করা হোক।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের নানা অনিয়ম নিয়ে কয়েক দিন থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তবে তার যৌক্তিক দাবিগুলো এখন অবধি মেনে নেওয়া হয়নি। তাই আমরা অবস্থান নিয়ে তার ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এসব দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রেলওয়ের অব্যবস্থাপনা এবং সহজ ডটকমের কারণে যাত্রী হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আজ শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজার রহমান সুরুজ বলেন, ‘রেল ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে প্রতিবছর ঘাটতিতে চলছে। রেল কর্মকর্তাদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। অনলাইনে টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট সেল হয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ টিকিট পাচ্ছে না। রেলের এসব সমস্যা সমাধান এখন গণমানুষের দাবি। আমরা চাই দ্রুততম সময়ে যেন এসব সমস্যা সমাধান করে রেল খাতকে দুর্নীতিমুক্ত করা হোক।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের নানা অনিয়ম নিয়ে কয়েক দিন থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তবে তার যৌক্তিক দাবিগুলো এখন অবধি মেনে নেওয়া হয়নি। তাই আমরা অবস্থান নিয়ে তার ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এসব দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩৮ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৪৩ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে