Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ঢুকল পাথরবোঝাই ট্রাক

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৪, ১৬: ৫৪
নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ঢুকল পাথরবোঝাই ট্রাক

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক রাইস মিলে ঢুকে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ট্রাকচালক সামান্য আহত হয়েছেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে পাথরবোঝাই ট্রাকটি সোনা মসজিদ থেকে কুষ্টিয়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার উধনপাড়া গ্রামে একটি রাইস মিলের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ বিষয়টি অবহিত হয়ে ট্রাকটি স্থানীয় গ্রাম পুলিশের পাহারায় রেখে যান। 

লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়েছে রাইস মিলে। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে মিলের মালিক বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ‘অসাবধানতায় গাড়ি চালানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে ভোরে মিলে লোক না থাকায় আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত