Ajker Patrika

বড়াইগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে হামলায় কর্মকর্তা আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে হামলায় কর্মকর্তা আহত

নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রুহুল আমিন (৩৭) আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তাঁর ছেলে জুয়েল হোসেন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মহিয়ার রহমান বলেন, ‘আমরা মাদকদ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। এ সময় জাহাঙ্গীর আলম রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করেন। জুয়েল হোসেন লাঠি দিয়ে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শাফিউল আযম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত