Ajker Patrika

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। তিনি ভবানীপুর ইউনিয়নে একটি সেচপাম্প পরিচালনা করেন। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি রোববার দুপুরে ধানখেতে সেচ যন্ত্রের পানিতে গোসল করতে যায়। তখন সেচ মেশিনের মালিক শহিদুল তাকে যৌন নিপীড়ন করেন। পরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যান।

শিশুটির দাদি বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে সেচ যন্ত্রের মালিক শহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পর সন্‌জীদা খাতুনের মরদেহ হিমঘরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত