বগুড়া প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনশন শুরু করে জেলা ছাত্রদল। দুপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের অনশনকারী নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ছাত্রদল ও ছাত্রলীগ।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, ‘শহীদ খোকন পার্কে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া ১টার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করেন। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি। ৩টার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাঁদের ওপর অতর্কিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনশন শুরু করে জেলা ছাত্রদল। দুপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের অনশনকারী নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ছাত্রদল ও ছাত্রলীগ।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, ‘শহীদ খোকন পার্কে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া ১টার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করেন। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি। ৩টার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাঁদের ওপর অতর্কিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে