ধামইরহাট ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১০: ২৯
আপডেট : ২৪ মে ২০২৩, ১১: ২৩

নওগাঁর ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে খুচরা ও পাইকারি বাজারে ভুট্টার চাহিদা ও দাম ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৩ শতাংশ জমিতে ভূট্টা চাষের ওপর প্রণোদনা হিসেবে ৩০০ কৃষককে মাথাপিছু ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রশিক্ষণের জন্যই ভুট্টার বাম্পার ফলন হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন উপজেলার জাহানপুর, ইসবপুর, আলমপুর ও ধামইরহাট ইউনিয়ন এলাকায় গেলে দেখা যায়, ব্যাপক ভুট্টার চাষ হয়েছে। ভুট্টা তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের চাইতে ভুট্টার চাষ বেশি লাভজনক। অল্প পরিশ্রমে ফলন বেশি পাওয়া যায়। তা ছাড়া ভুট্টার চাহিদাও ব্যাপক। বাজারে শুকনা ভুট্টা মণপ্রতি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে মণপ্রতি সাড়ে ৮০০ টাকায়। বাজারে ভারসাম্য বজায় রাখতে মনিটরিংয়ের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা। 

জাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নানাইচ এলাকার ভুট্টাচাষি জিয়াউল ইসলাম বলেন, ‘গত বছরের ডিসেম্বরে ৬০ শতাংশ জমিতে ভুট্টার বীজ রোপণ করেন। এতে সার, বীজ, লেবার, সেচসহ সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। খুচরা বাজারে ১ হাজার টাকা মণ বিক্রি করতে পারলে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারব।’ 

ইসবপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের কৃষক গোলাম কিবরিয়া জানান, ‘কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ পেয়ে ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। এতে ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার দামও ভালো। বিক্রি করে লাভও ভালো হয়েছে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, ‘ভূট্টা চাষ ধানের চেয়ে বেশি লাভজনক। বর্তমানে কাভেরি এইচবি-৫৪৪, এনএইচ-৭৭২০ ও সুপারহিট হাইব্রিড় জাতের ভূট্টা চাষ করা হয়, যার ফলন হেক্টরপ্রতি সর্বনিম্ন ১২ মেট্রিক টন। রবি ও খরিপ উভয় মৌসুমে ভুট্টার চাষ হয়। মে-জুন মাসে ভুট্টা কাটা হয়। এখন হাটবাজারে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে ভুট্টার কেনাবেচা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত