বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন শাজাহানপুর উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৫) ও বগুড়া সদরের জাহানারা বেগম (৭০)।
একই সময়ে ২৫৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮০৯। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০২ জন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। তাঁদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (বুধবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়।
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন শাজাহানপুর উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৫) ও বগুড়া সদরের জাহানারা বেগম (৭০)।
একই সময়ে ২৫৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮০৯। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০২ জন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। তাঁদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (বুধবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে