Ajker Patrika

বগুড়ায় করোনায় নারীসহ মৃত্যু ২ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০১
বগুড়ায় করোনায় নারীসহ মৃত্যু ২ 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন শাজাহানপুর উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৫) ও বগুড়া সদরের জাহানারা বেগম (৭০)। 

একই সময়ে ২৫৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮০৯। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০২ জন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। তাঁদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (বুধবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত