মেডিকেলে ভর্তির অর্থ পেলেন নুরুল ইসলাম

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ২৩: ১৮
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৯: ৫৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নুরুল ইসলাম মেডিকেলে ভর্তির জন্য অর্থ সহযোগিতা পেয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে নুর ইসলামকে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। 

মেডিকেলে ভর্তির অর্থ পেয়ে নুর ইসলাম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

ইউএনও মেরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর ইসলামের ভর্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার এবং সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। 

এ সময় কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিক আহমেদ, সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর কুমার ভট্টাচার্য, ওই কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে ২০ মার্চ আজকের পত্রিকায় ‘মেডিকেলে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত