Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চাইলেন এমপি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চাইলেন এমপি

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুনকে বিজয়ী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সান্যাল পাড়া এলাকায় নিজ দীঘির পাড়ে কর্মিসভা করেন। 

পৌর আওয়ামী লীগের নেতা আল মামুন সরকারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, পাকা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নয়েজ মাহামুদ, যুবলীগ নেতা নাসিম মাহামুদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার কুণ্ডু প্রমুখ।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সংসদ সদস্য কোনো নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন না। যদি করে থাকে তাহলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আজকের পত্রিকাকে বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাছাড়া তিনি যে স্থানে কর্মিসভা করেছেন তা পৌর এলাকার বাইরে। আওয়ামী লীগের এমপি হিসেবে কর্মিসভা করা, নৌকার পক্ষে ভোট চাওয়া এই কাজগুলো তো করতেই হবে। এতে মনে হয় আচরণবিধি লঙ্ঘন হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত