বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনে পরাজয় দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ব্যালট পেপার ছিনিয়ে নেন।
নির্বাচনে অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি তিনজন, বিদ্যোৎসাহী সদস্য একজনসহ মোট ভোটার ছিলেন আটজন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাঁদের একজন হলেন স্থানীয় প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার, অপরজন উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি।
ভোট গণনা শেষে ফল ঘোষণার আগে পরাজয় বুঝতে পেরে ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা প্রিসাইডিং অফিসারের হাত থেকে ব্যালট পেপার ও রেজ্যুলেশনের খাতা ছিনিয়ে নেন।
এ সময় তাদের হামলায় বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, ‘এমপির পিএস সেলিম সরকার ও রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাই ও আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।’
এ বিষয়ে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার নাজির উদ্দিন ব্যালট ছিনতাইয়ের কথা স্বীকার করে বলেন, ‘নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হন। ফল ঘোষণার আগেই সংবাদটি অভিভাবক সদস্য মনির হোসেন বের হয়ে বাইরে বললে সন্ত্রাসীরা পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজ্যুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যায়।’
তবে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট পেপার ও রেজ্যুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনে পরাজয় দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ব্যালট পেপার ছিনিয়ে নেন।
নির্বাচনে অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি তিনজন, বিদ্যোৎসাহী সদস্য একজনসহ মোট ভোটার ছিলেন আটজন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাঁদের একজন হলেন স্থানীয় প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার, অপরজন উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি।
ভোট গণনা শেষে ফল ঘোষণার আগে পরাজয় বুঝতে পেরে ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা প্রিসাইডিং অফিসারের হাত থেকে ব্যালট পেপার ও রেজ্যুলেশনের খাতা ছিনিয়ে নেন।
এ সময় তাদের হামলায় বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, ‘এমপির পিএস সেলিম সরকার ও রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাই ও আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।’
এ বিষয়ে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার নাজির উদ্দিন ব্যালট ছিনতাইয়ের কথা স্বীকার করে বলেন, ‘নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হন। ফল ঘোষণার আগেই সংবাদটি অভিভাবক সদস্য মনির হোসেন বের হয়ে বাইরে বললে সন্ত্রাসীরা পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজ্যুলেশন খাতা ছিনিয়ে নিয়ে যায়।’
তবে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট পেপার ও রেজ্যুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৭ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে