চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেসরকারি টেলিভিশন ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চৌহালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের চৌহালীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ রোববার দুপুরে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চৌহালী প্রেসক্লাবের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সহসভাপতি মাহমুদুল হাসান, রোকনুজামান রকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, ধর্মবিষয়ক সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদিউজ্জামান লুৎফর, কার্যকরী সদস্য মো. শাকিল আহম্মেদ, সাংবাদিক রমজান প্রামাণিক।
এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকারসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের হত্যা করে কলম থামিয়ে রাখা যাবে না। আব্দুল বারীকে যেখানে হত্যা করা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা থাকলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। পুলিশ প্রশাসন যদি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আব্দুল বারী ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাতে কোনো এক সময়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বেসরকারি টেলিভিশন ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চৌহালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের চৌহালীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ রোববার দুপুরে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চৌহালী প্রেসক্লাবের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সহসভাপতি মাহমুদুল হাসান, রোকনুজামান রকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, ধর্মবিষয়ক সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদিউজ্জামান লুৎফর, কার্যকরী সদস্য মো. শাকিল আহম্মেদ, সাংবাদিক রমজান প্রামাণিক।
এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকারসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের হত্যা করে কলম থামিয়ে রাখা যাবে না। আব্দুল বারীকে যেখানে হত্যা করা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা থাকলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। পুলিশ প্রশাসন যদি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আব্দুল বারী ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসির জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাতে কোনো এক সময়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে