লালপুর (নাটোর) প্রতিনিধি
গমখেত থেকে উদ্ধার হওয়া এক দিনের নবজাতককে ছোটমণি নিবাসে পাঠানোর কথা শুনে ডুকরে কেঁদে ওঠেন মোছাম্মৎ মানজেরা খাতুন। কাঁদতে কাঁদতে বলেন, ‘এক দিনেই ছেলেটার ওপর বড় মায়া পড়ে গেছে।’
গতকাল শুক্রবার নাটোরের লালপুরে গমখেত থেকে উদ্ধার এক দিনের নবজাতককে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর ছোটমণি নিবাসের উপ তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামান।
এ সময় বাবুল হোসেনের স্ত্রী মোছাম্মৎ মানজেরা খাতুন কান্নাজড়ানো কণ্ঠে বলেন, সারা দিন তাঁদের পরিবারের সবাই শিশুটির যত্ন করেছেন। শিশুটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন। হাসপাতালে নেওয়ার পর শিশুটির নাম ‘মো. আব্দুল্লাহ তাওছিফ’ রেখেছেন তাঁরা। ওই নামই হাসপাতালের খাতায় তোলা হয়েছে। এখন ছোটমণি নিবাসে পাঠালে আইনগত জটিলতায় সন্তান হিসেবে তাকে দত্তক না পাওয়ার ভয় করছেন তাঁরা।
ছোটমণি নিবাসের উপ তত্ত্বাবধায়ক বলেন, ‘সাধারণত দত্তক প্রদানের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। তত দিন শিশুটিকে তাঁরা লালন-পালন করবেন।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার বলেন, স্থানীয়ভাবে আইনগত সব প্রক্রিয়া শেষে, নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া শিশুটিকে রাজশাহী ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশুটিকে সুষ্ঠুভাবে ছোটমণি নিবাসে পাঠানোর জন্য একজন নার্স সঙ্গে দেওয়া হয়েছে। এ ছাড়া দিনভর যত্ন নেওয়া উদ্ধারকারী দম্পতিকেও সঙ্গে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন। আইনগত জটিলতা এড়াতে তাকে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। তাঁরা দত্তক প্রদানের সব পদক্ষেপ নেবেন। তবে শিশুটি উদ্ধার ও যত্ন নেওয়া পরিবারকে দত্তক প্রদানে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
নবজাতককে ছোটমণি নিবাসে নেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার ভোরে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হয়ে রাধাকান্তপুর হাকিম পীরের আস্তানার পাশে গমখেত থেকে শিশুর কান্না শুনতে পান। পরে তিনি শাড়িতে মোড়ানো অবস্থায় সদ্য প্রসব করা একটি ছেলেশিশু দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি বিষয়টি প্রশাসনকে অবগত করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গমখেত থেকে উদ্ধার হওয়া এক দিনের নবজাতককে ছোটমণি নিবাসে পাঠানোর কথা শুনে ডুকরে কেঁদে ওঠেন মোছাম্মৎ মানজেরা খাতুন। কাঁদতে কাঁদতে বলেন, ‘এক দিনেই ছেলেটার ওপর বড় মায়া পড়ে গেছে।’
গতকাল শুক্রবার নাটোরের লালপুরে গমখেত থেকে উদ্ধার এক দিনের নবজাতককে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর ছোটমণি নিবাসের উপ তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামান।
এ সময় বাবুল হোসেনের স্ত্রী মোছাম্মৎ মানজেরা খাতুন কান্নাজড়ানো কণ্ঠে বলেন, সারা দিন তাঁদের পরিবারের সবাই শিশুটির যত্ন করেছেন। শিশুটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন। হাসপাতালে নেওয়ার পর শিশুটির নাম ‘মো. আব্দুল্লাহ তাওছিফ’ রেখেছেন তাঁরা। ওই নামই হাসপাতালের খাতায় তোলা হয়েছে। এখন ছোটমণি নিবাসে পাঠালে আইনগত জটিলতায় সন্তান হিসেবে তাকে দত্তক না পাওয়ার ভয় করছেন তাঁরা।
ছোটমণি নিবাসের উপ তত্ত্বাবধায়ক বলেন, ‘সাধারণত দত্তক প্রদানের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। তত দিন শিশুটিকে তাঁরা লালন-পালন করবেন।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার বলেন, স্থানীয়ভাবে আইনগত সব প্রক্রিয়া শেষে, নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া শিশুটিকে রাজশাহী ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশুটিকে সুষ্ঠুভাবে ছোটমণি নিবাসে পাঠানোর জন্য একজন নার্স সঙ্গে দেওয়া হয়েছে। এ ছাড়া দিনভর যত্ন নেওয়া উদ্ধারকারী দম্পতিকেও সঙ্গে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন। আইনগত জটিলতা এড়াতে তাকে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। তাঁরা দত্তক প্রদানের সব পদক্ষেপ নেবেন। তবে শিশুটি উদ্ধার ও যত্ন নেওয়া পরিবারকে দত্তক প্রদানে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
নবজাতককে ছোটমণি নিবাসে নেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার ভোরে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হয়ে রাধাকান্তপুর হাকিম পীরের আস্তানার পাশে গমখেত থেকে শিশুর কান্না শুনতে পান। পরে তিনি শাড়িতে মোড়ানো অবস্থায় সদ্য প্রসব করা একটি ছেলেশিশু দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি বিষয়টি প্রশাসনকে অবগত করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
৭ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগে