Ajker Patrika

মোনাজাতে ভুল করা সেই রাজ্জাকসহ পদ হারালেন ১৪ আ. লীগ নেতা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
মোনাজাতে ভুল করা সেই রাজ্জাকসহ পদ হারালেন ১৪ আ. লীগ নেতা

তাহেরপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শহীদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাককে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে ৫ জানুয়ারি বাগমারা উপজেলার যেসব ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থীর বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে দলের প্রাথমিক সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

দলীয় পদ থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন বাসুপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল জব্বার মণ্ডল, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মোজাম্মেল হক, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা কমিটির সদস্য শাফিনুর নাহার, যোগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা কমিটির সদস্য এম এফ মাজেদুল ইসলাম সোহাগ, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, ওয়ার্ড আ. লীগের সদস্য শাহাদৎ হোসেন, দ্বীপপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র ভৌমিক, ওয়ার্ড সহসভাপতি সিরাজুল ইসলাম, গনিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ এবং মাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত