সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আবু শাহীন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদতে আঘাত করেন আবু শাহীন। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।
সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আবু শাহীন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদতে আঘাত করেন আবু শাহীন। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
১৮ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
৪৩ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১ ঘণ্টা আগে