সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
Thumbnail image
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আবু শাহীন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদতে আঘাত করেন আবু শাহীন। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত