Ajker Patrika

রায়গঞ্জে ট্রাকচাপায়-ইজিবাইক দুর্ঘটনায় ২ জন নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৯
রায়গঞ্জে ট্রাকচাপায়-ইজিবাইক দুর্ঘটনায় ২ জন নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-ইজিবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টায় রায়গঞ্জের পুরোনো বগুড়া সড়কের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর কবরস্থানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে দিনেশ কুমার সরকার (৩৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোঁচা গ্রামের গোপীনাথ হালদারের ছেলে মানিক কুমার হালদার (৫০)। আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের সুকুমারের ছেলে নিমাই চন্দ্র (২৫) ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢলডঙ্গর গ্রামের মৃত গৌর মালোর ছেলে গোসাই মালো (৪২)। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাক বিপরীতমুখী মাছবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়। 

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান ঘটনাস্থল থেকে ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত