প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে রাজি না হলে ব্যবসায়ীদের জেল জরিমানার ভয় দেখান। এতে ব্যবসায়ী ও হাটের লোকজন উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন।
ধামাইচ হাটের হোটেল ব্যবসায়ী রায়হান আলী বলেন, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রায়ই বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।
মসলা ও তেল বিক্রেতা আনিসুল হক বলেন, আমার দোকানে এসে স্যানিটারি ইন্সপেক্টর পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পণ্যের গুণগত মান যাচাই করতে গিয়েছিলাম। আমি কখনোই ঘুষ দাবি করিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খবর পেয়ে ধামাইচ হাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় তাঁদের নিয়ে যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জামাল মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে রাজি না হলে ব্যবসায়ীদের জেল জরিমানার ভয় দেখান। এতে ব্যবসায়ী ও হাটের লোকজন উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন।
ধামাইচ হাটের হোটেল ব্যবসায়ী রায়হান আলী বলেন, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রায়ই বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।
মসলা ও তেল বিক্রেতা আনিসুল হক বলেন, আমার দোকানে এসে স্যানিটারি ইন্সপেক্টর পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পণ্যের গুণগত মান যাচাই করতে গিয়েছিলাম। আমি কখনোই ঘুষ দাবি করিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খবর পেয়ে ধামাইচ হাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় তাঁদের নিয়ে যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জামাল মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
২১ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২২ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৩৩ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
৪২ মিনিট আগে