Ajker Patrika

লালপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৭: ১১
লালপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে এ ঘটনা ঘটে। শিউলি একই এলাকার দুবাইপ্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। পরিবারের অভিযোগ, সম্পর্কের জেরে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে হত্যা করেছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুবাইপ্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম (২৩) ও তাঁদের দেড় বছরের সন্তান আব্দুল্লাহ এবং শিউলির দেবর দুবাইপ্রবাসী রিপনের স্ত্রী নিতু খাতুন একই বাড়িতে বসবাস করতেন। নিতু পাঁচ দিন আগে বাবার বাড়িতে যান। শিউলি খাতুন সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, বাড়িতে কেউ না থাকায় শিউলির মামা পরিচয়ে বরিশালের অজ্ঞাত এক ব্যক্তি চার দিন ধরে সেখানে অবস্থান করছিলেন। আজ শনিবার সকালে নিতু বাড়িতে এসে ডাকাডাকি করলে অজ্ঞাত ওই ব্যক্তি দরজা খুলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর শোয়ার ঘরে হাত মোড়ানো অবস্থায় শিউলির লাশ পড়ে থাকতে দেখেন তিনি। 

রিপনের স্ত্রী নিতু খাতুন জানান, প্রবাস থেকে ভাশুর সোহানুর রহমান তাঁকে ‘কে এই মামা’ জানার জন্য বললে তিনি আড়ানি নুরনগর বাবার বাড়ি থেকে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে এসে দেখেন এক অজ্ঞাত ব্যক্তি অবস্থান করছেন। ঘরে প্রবেশ করে নিতু দেখেন হাত মোড়ানো অবস্থায় শিউলি বিছানার ওপর পড়ে আছেন। এ সময় তিনি স্থানীয় লোকজনকে ডাকলে অজ্ঞাত ওই ব্যক্তি কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে নিহত গৃহবধূর সম্পর্ক ছিল এবং তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত