সিরাজগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার হওয়ার পর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের আব্দুল হাকিম। এক সময়ের আওয়ামী লীগ নেতা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউপি মেম্বারের পর সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এলাকায় তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি। এর আগে, তিনি চৌহালী উপজেলা যুবলীগের সহসভাপতি, খাসকাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২০০৩-২০১১ পর্যন্ত খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাকে চৌহালী উপজেলা আওয়ামী লীগে পদ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। এমন সময় আমার কাছে প্রস্তাব আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি হওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
খাসকাউলিয়া ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘আমি তরুণ ভোটার। এবার ভোট দেব। আব্দুল হাকিম ভাই নির্বাচন করছেন শুনেছি। এ ছাড়া আরও অনেক প্রার্থী আছেন। যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী আলী বলেন, ‘এই আসনে একাধিক প্রার্থী আছেন। সবাইকে চিনি না। পরিচিত দু-একজন আছে বাকিরা অপরিচিত। যাকে ভোট দেব জেনে শুনেই দেব। তাঁর দ্বারা যেন এলাকায় উন্নয়ন হয়।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা তাঁকে ( আব্দুল হাকিম)ন আওয়ামী লীগ নেতা হিসাবে চিনি। ইউপি সদস্য ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। এখন শুনছি তিনি অন্য দলের থেকে নির্বাচন করছেন। তারপরও তাঁর ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে।’
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আব্দুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার হওয়ার পর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের আব্দুল হাকিম। এক সময়ের আওয়ামী লীগ নেতা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউপি মেম্বারের পর সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এলাকায় তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি। এর আগে, তিনি চৌহালী উপজেলা যুবলীগের সহসভাপতি, খাসকাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২০০৩-২০১১ পর্যন্ত খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাকে চৌহালী উপজেলা আওয়ামী লীগে পদ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। এমন সময় আমার কাছে প্রস্তাব আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি হওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
খাসকাউলিয়া ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘আমি তরুণ ভোটার। এবার ভোট দেব। আব্দুল হাকিম ভাই নির্বাচন করছেন শুনেছি। এ ছাড়া আরও অনেক প্রার্থী আছেন। যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী আলী বলেন, ‘এই আসনে একাধিক প্রার্থী আছেন। সবাইকে চিনি না। পরিচিত দু-একজন আছে বাকিরা অপরিচিত। যাকে ভোট দেব জেনে শুনেই দেব। তাঁর দ্বারা যেন এলাকায় উন্নয়ন হয়।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা তাঁকে ( আব্দুল হাকিম)ন আওয়ামী লীগ নেতা হিসাবে চিনি। ইউপি সদস্য ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। এখন শুনছি তিনি অন্য দলের থেকে নির্বাচন করছেন। তারপরও তাঁর ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে।’
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আব্দুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
৩ ঘণ্টা আগে