বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। গতকাল রোববার রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন বেলাল হোসেন ও তাঁর স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।
ওসি আব্বাস আলী জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যান নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তাঁর স্ত্রীসহ শিশুছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। গতকাল রোববার রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন বেলাল হোসেন ও তাঁর স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।
ওসি আব্বাস আলী জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যান নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তাঁর স্ত্রীসহ শিশুছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
নেট দুনিয়ায় তাঁদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছে।
৬ মিনিট আগেসাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত ৫ আগস্ট রাজশাহী নগরের শাহমখদুম কলেজের কাছে তিনি গুলিবিদ্ধ হন। পরে ওই এলাকার একটি বাসায় তিনি মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পরই আওয়ামী সরকারের পতন ঘটে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাঁদের...
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রসারিত ছয় লেন জাতীয় মহাসড়কের ভূমি অধিগ্রহণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জমির শ্রেণি পরিবর্তন, স্থাপনার জন্য ক্ষতিপূরণসহ নানা কাজে ঘুষ-বাণিজ্যের মহোৎসব চলছে। এতে ব্যক্তি লাভবান হলেও সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। অভিযোগ রয়েছে, গাইবান্ধা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শ
৯ ঘণ্টা আগে