Ajker Patrika

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

রাবি প্রতিনিধি 
নিহত পুরনজিত মহালদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ছবি: আজকের পত্রিকা
নিহত পুরনজিত মহালদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ছবি: আজকের পত্রিকা

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পূরণজিত মহালদার মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় নগরীর বারোরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পূরণজিত মহালদার। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

আজ সকাল ৯টায় অধ্যাপক পূরণজিতের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রাখা হয়। সেখানে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শেষ বিদায় জানান। তাঁর মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

ড. পূরণজিত মহালদারের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যালামনাই সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল শোক জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত