পাবনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৯: ১৫
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০: ২২
Thumbnail image

পাবনার চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হেলাল প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হেলাল প্রামাণিক সোহাগবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। আহতরা হলেন, আব্দুল ওয়াহেদ প্রামাণিক, বাবলু প্রামাণিক ও আবু মাজন প্রামাণিক। তারা নিহত হেলাল উদ্দিনের ভাই। 

নিহতের প্রতিবেশী ও স্থানীয় শিক্ষক আব্দুল গফুর জানান, তিন মাস আগে একই গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও এলবাজ প্রামাণিকের ছেলে জিয়া প্রামাণিক। কিন্তু সাইদুল ইসলাম সেই জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। থানায় উভয় পক্ষকে নিয়ে সালিস বৈঠকও হয়েছিল। 

শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে কথা-কাটাকাটির জেরে খলিল হোসেনকে মারধর করেন সাইদুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই জামাত আলী। এ ঘটনা দেখে নিহত হেলাল প্রামাণিকের ভাই ওয়াহেদ প্রামাণিক সাইদুলকে বলেন ঝামেলা মিটিয়ে ফেলতে। পরে সাইদুল তাঁর দুই ভাই নুর হোসেন, শাহ আলম, চাচাতো ভাই জামাত আলীসহ তাঁদের সহযোগীরা আব্দুল ওয়াহেদ প্রামাণিকের বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। বাজারে থাকা তিন ভাই হেলাল, বাবলু ও আবু মাজন জানতে পেরে ওয়াহেদসহ নুর হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালানোর চেষ্টা করেন। 

কিন্তু সাইদুল, নূর হোসেন, শাহ আলমসহ অন্যরা তাঁদের চার ভাইকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাঁরা গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন প্রামাণিককে মৃত ঘোষণা করেন। বাকি তিন ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত