ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসির) আলোচিত সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি...
২ মিনিট আগেএক সময় তারা ছিলেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা তরুণ-তরুণী। কঠোর প্রতিযোগিতা পেরিয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চাকরি পেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে প্রশিক্ষণ চলাকালীন অব্যাহতি পাওয়ার মধ্য দিয়ে। তাদের অভিযোগ, সামান্য কারণ দেখিয়ে অন্যায়ভাবে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছ
২১ মিনিট আগেআজ রোববার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটেছে। সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফ প্যান্ট আর পাতলা টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকে শিশুরা।
২৭ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা সভাপতি হয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি হয়েছেন আহমেদ আব্দুল্লাহ। আজ রোববার জেলা ছাত্রশিবিরের...
১ ঘণ্টা আগে