ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৮ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৮ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৯ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে