সালিসে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস হোসেন ও সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেনের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষ হয়।

উপজেলার আহমেদপুর বাজারের ব্যবসায়ী বাবলু আলী বলেন, উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রশিদ মুন্সি ও শহিদুল ইসলামের তিন শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস হোসেন ও সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেন মীমাংসার জন্য নওপাড়া গ্রামে সালিস বসান। সালিস চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেনের পক্ষের লোকজন জুলহাস হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় জুলহাসের পাঁচ সমর্থক আহত হন। এরই জেরে ওই দিন সন্ধ্যায় জুলহাসের লোকজন সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে এলে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল হোসেনের গ্রুপের পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করতে ছিলাম। কিন্তু উচ্ছৃঙ্খল লোকজনের কারণে সালিস চলা অবস্থায় হাতাহাতির ঘটনা ঘটে।’

জুলহাস হোসেন বলেন, ‘দুপুরে সালিস চলা অবস্থায় আমার লোকজনের ওপর হামলা করে দুলাল হোসেনের লোকজন। সন্ধ্যায় আমার লোকজন ক্ষুব্ধ হয়ে কয়েক জনকে মারপিট করে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঝামেলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত