যমজ বোনকে হাতুড়িপেটা: ছাত্রলীগ নেতা পলাতক, বাবা গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৫: ৪৯
আপডেট : ১৮ মে ২০২৪, ১৬: ২৮

পাবনার চাটমোহরে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে যমজ বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতেই মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আহত দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তাঁরা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে। 

আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদমগাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাঁকে গিয়ে বলেন গাছ কাটার সময় তাঁদের কলাগাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর বোন মিম এগিয়ে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তাঁর মা-বাবা মিলে যমজ দুই বোনকে বেধড়ক মারধর করেন। 

পরে চিৎকার-চেঁচামেচি শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করে চাটমোহর পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগ নেতা পায়েলের বাবাকে। 

এ বিষয়ে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদের মারিনি। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’ 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।’ 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি এখনো জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে এবং আমরা তদন্ত করে সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত