মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
Thumbnail image

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে গ্রেপ্তার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে জয়পুরহাট র‍্যাব-৫, ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার রতন মণ্ডল (২২) জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাব জানায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজারে এলাকা থেকে নেশা জাতীয় ইনজেকশনসহ রতনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকের মামলা দায়ের করা হয়। 

ওই মামলায় চলতি বছর ২৮ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামি রতন মণ্ডলকে জেলার পাঁচবিবি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত