পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।
মৃত দুজন হলেন উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব-পরবর্তী আনন্দ করতে গিয়ে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তাঁরা পরস্পরের বন্ধু। তাঁদের সোমবার রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, ‘পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁরা অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হন বলে শুনেছি। অসুস্থদের মধ্যে এর লক্ষণও ছিল। দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। গুরুতর অসুস্থ তিনজন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদ্যপানে পাঁচজন অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।
মৃত দুজন হলেন উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব-পরবর্তী আনন্দ করতে গিয়ে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তাঁরা পরস্পরের বন্ধু। তাঁদের সোমবার রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, ‘পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁরা অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হন বলে শুনেছি। অসুস্থদের মধ্যে এর লক্ষণও ছিল। দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। গুরুতর অসুস্থ তিনজন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদ্যপানে পাঁচজন অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
পানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১৪ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগে