আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শাল গজারি ও উডলট বাগানে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে নানা প্রজাতির লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। হুমকির মুখে সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প। গত কয়েক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন ক্ষতিকর ও ভয়ানক চিত্র।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পর থেকে জনবল সংকটে ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। মেয়রহীন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সচিবসহ গুরুত্বপূর্ণ ৯টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এ কারণে অর্ধকোটির বেশি বাসিন্দার সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
২ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে