নাটোরে প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
Thumbnail image
গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি করা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান চোর চক্রের সদস্যরা। এ সময় তাঁরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তবু প্রহরী বাধা দিলে তাঁকে পোলের সঙ্গে বেঁধে রাখে চক্রটি। পরে রোববার সকালে প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রহরীকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে রাখে ট্রান্সফরমার চুরি করা হয়। ছবি: আজকের পত্রিকা
প্রহরীকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে রাখে ট্রান্সফরমার চুরি করা হয়। ছবি: আজকের পত্রিকা

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত