Ajker Patrika

পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
আমিনপুরের সিন্দুরিয়া এলাকায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
আমিনপুরের সিন্দুরিয়া এলাকায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

পাবনার বেড়া আমিনপুরে ইজিবাইক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত