বগুড়ায় ৩০০ বস্তা নকল সার জব্দ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২০: ০২
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪: ৫৪
৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সারের ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মেহের আলম দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল টিএসপি সার বিক্রয় ও বিতরণের জন্য মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে এসএ ট্রেডার্সে উপজেলা কৃষি কর্মকর্তার শনাক্তকরণে ৩০০ বস্তা ভেজাল সারের মজুতকরণের প্রমাণ পাই। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। এ ছাড়া নকল সেসব সার জব্দ করে কৃষি কর্মকর্তাকে বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য নির্দেশ দিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত