Ajker Patrika

বগুড়ায় ৩০০ বস্তা নকল সার জব্দ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪: ৫৪
৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সারের ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মেহের আলম দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল টিএসপি সার বিক্রয় ও বিতরণের জন্য মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে এসএ ট্রেডার্সে উপজেলা কৃষি কর্মকর্তার শনাক্তকরণে ৩০০ বস্তা ভেজাল সারের মজুতকরণের প্রমাণ পাই। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। এ ছাড়া নকল সেসব সার জব্দ করে কৃষি কর্মকর্তাকে বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত