প্রতিনিধি
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এবং বেলকুচির শমেষপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলহাজ্ব বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাঘমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ও উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৫) এবং বেলকুচি উপজেলার শমেষপুরে কৃষক ইউসুফ আলীর স্ত্রী লাইলী বেগম (৩০)।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) শাহ মোহাম্মদ শামচুজ্জোহা ও কায়েমপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, বিকেলে কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে আব্দুল্লাহ (২৬) বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন। এ সময় ঝড় ও বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নরিনা ইউপির বাতিয়া গ্রামের স্থানীয় আলতাফ হোসেন জানান, বিকেলে বাতিয়া গ্রামের আলহাজ বাবুর্চি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তাঁরা দুজন দৌড়ে বাড়ি ফেরার সময় আলহাজ বাবুর্চি বজ্রাহত হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিকেলে ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রাম কবরস্থানের কাছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল ও আঙ্গারু কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মো. শফিকুল ইসলাম জানান, সকালে পার্শ্ববর্তী বাঙ্গালা ইউনিয়নের দরিয়াল বিলে হাঁসের বাথান নিয়ে যান রফিকুল ইসলাম। হাঁস চরানো শেষে বিকেলে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়–বৃষ্টির কবলে পড়েন। এসময় বজ্রপাত হলে রফিকুল ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে বেলকুচির রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, একই সময়ে শমেষপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাত হলে গৃহবধূ লাইলী বেগমের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এবং বেলকুচির শমেষপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলহাজ্ব বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাঘমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ও উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৫) এবং বেলকুচি উপজেলার শমেষপুরে কৃষক ইউসুফ আলীর স্ত্রী লাইলী বেগম (৩০)।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) শাহ মোহাম্মদ শামচুজ্জোহা ও কায়েমপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, বিকেলে কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে আব্দুল্লাহ (২৬) বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন। এ সময় ঝড় ও বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নরিনা ইউপির বাতিয়া গ্রামের স্থানীয় আলতাফ হোসেন জানান, বিকেলে বাতিয়া গ্রামের আলহাজ বাবুর্চি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তাঁরা দুজন দৌড়ে বাড়ি ফেরার সময় আলহাজ বাবুর্চি বজ্রাহত হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিকেলে ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রাম কবরস্থানের কাছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল ও আঙ্গারু কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মো. শফিকুল ইসলাম জানান, সকালে পার্শ্ববর্তী বাঙ্গালা ইউনিয়নের দরিয়াল বিলে হাঁসের বাথান নিয়ে যান রফিকুল ইসলাম। হাঁস চরানো শেষে বিকেলে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়–বৃষ্টির কবলে পড়েন। এসময় বজ্রপাত হলে রফিকুল ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে বেলকুচির রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, একই সময়ে শমেষপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাত হলে গৃহবধূ লাইলী বেগমের মৃত্যু হয়।
জামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
৩ মিনিট আগেকুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
১৪ মিনিট আগে