ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা নিজ বাড়িতে একাই থাকতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদা খাতুনের মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাঁকে পাননি। অবশেষে প্রতিবেশীদের মোবাইল ফোনে কল করে ঘটনাটি জানাজানি হয়। পাশের বাড়ির লোকজন সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় ওই শিক্ষিকার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জোবাইদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। এ কারণে তিনি একাকী জীবন-যাপন করছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একা থাকতেন। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা নিজ বাড়িতে একাই থাকতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদা খাতুনের মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাঁকে পাননি। অবশেষে প্রতিবেশীদের মোবাইল ফোনে কল করে ঘটনাটি জানাজানি হয়। পাশের বাড়ির লোকজন সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় ওই শিক্ষিকার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জোবাইদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। এ কারণে তিনি একাকী জীবন-যাপন করছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একা থাকতেন। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৫ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৯ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২৬ মিনিট আগে