Ajker Patrika

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এই তথ্য নিশ্চিত করেছেন।

তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে এবং শহর শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক। তিনি বগুড়া শহরের যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।

তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ধর্ষিতা ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় ২০১৭ সালে গ্রেপ্তার হন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ পরিদর্শক ইকবাল বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৪টি মামলা হয়েছে। এ ছাড়া তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত