আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৪ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৮ মিনিট আগে