Ajker Patrika

যুবদল নেতার জামিন হলেও মুক্তি মেলেনি, খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৬
যুবদল নেতার জামিন হলেও মুক্তি মেলেনি, খবর শুনে মায়ের মৃত্যু

কারাগারে আটক যুবদল নেতার জামিন হলেও মুক্তি না পাওয়ার খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মা আক্তার বানু (৭৬) মারা গেছেন। আজ বুধবার ভোরে বগুড়া শহরের ফুলবাড়ী (টিলা মসজিদ) এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। 

আক্তার বানুর ছেলে রোকন হোসেন বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। নাশকতা মামলায় দুই মাস ধরে তিনি বগুড়া জেলা কারাগারে আটক রয়েছেন। বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এ তথ্য নিশ্চিত করেছেন।

রোকন হোসেনের আইনজীবী আসিফ মাহমুদ বলেন, যুবদল নেতা রোকন হোসেন ও শাখারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমানকে হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের রায়ের কপি বগুড়া জেলা কারাগারে গত সোমবার পৌঁছায়। গতকাল মঙ্গলবার তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখলাসুর রহমানের বাবার নাম ভুল থাকায় কারা কর্তৃপক্ষ দুজনকেই মুক্তি না দিয়ে জামিননামা সংশোধন করার পরামর্শ দেয়। জামিননামা সংশোধনে এক সপ্তাহ সময় লাগবে। তবে মায়ের মৃত্যুর কারণে রোকন হোসেনকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আক্তার বানু জানতে পারেন, তাঁর ছেলে হাইকোর্ট থেকে মুক্তি পেলেও জামিন পাননি। এরপর রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত