সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১৯: ৩৪
Thumbnail image

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু বেগম (৩০)। অপর দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে বগুড়া থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে রিমি এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

ওসি আরও বলেন, এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের চালক। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত