কামারখন্দ (সিরাজগঞ্জে) প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেন সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নিয়েছে। পরে যাত্রীদের টিকিটের ৮০ শতাংশ ভাড়া ফেরত দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। সোমবার সকালে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেন প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কিন্তু গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টার পরও ট্রেনটির যাত্রা শুরু হয়নি। এতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষ ট্রেনটির যাত্রা বাতিল করে। যাত্রীদের প্রতিটি টিকিটের ২০ শতাংশ কেটে রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেয়। পরে অনেক যাত্রী এই ট্রেনেই বাড়ি ফিরে যায় আবার অনেকে ভেঙে ভেঙে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়।
পাবনার মোহনপুরের স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কমিউটার ট্রেন জামতৈল স্টেশনে আসার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এতে অনেক যাত্রী উত্তেজিত হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ আমাদের টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিলে সবাই থেমে যায়।’
চাটমোহর স্টেশন থেকে আসা এক যাত্রী বলেন, ‘জামতৈল স্টেশনে লোকাল ট্রেনটি সাড়ে ৮টায় এসে পৌঁছায় এখন ৩টা বাজে। কিছুক্ষণ আগে আমাদের ২০ শতাংশ টাকা রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়েছে। দুপুরের আগে যদি ট্রেন কর্তৃপক্ষ বলত যে, ট্রেন আর যাবে না এবং টাকাটা যদি আগে ফেরত দিত তাহলে এতক্ষণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারতাম।’
শামীম নামের এক যাত্রী বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল করার কারণে ঝামেলায় পড়ে গেলাম। এখন কীভাবে পরিবার নিয়ে ঢাকায় যাব বুঝতে পারছি না।’
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজিপুরের ধীরাশ্রমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
উল্লেখ্য ঢাকা কমিউটার ট্রেনটি বেলা ১২টার মধ্যে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ২টার পরও ট্রেনটি জামতৈল স্টেশনেই রয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় কমিউটার ট্রেনের কর্তৃপক্ষ।
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেন সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নিয়েছে। পরে যাত্রীদের টিকিটের ৮০ শতাংশ ভাড়া ফেরত দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। সোমবার সকালে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেন প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কিন্তু গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টার পরও ট্রেনটির যাত্রা শুরু হয়নি। এতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষ ট্রেনটির যাত্রা বাতিল করে। যাত্রীদের প্রতিটি টিকিটের ২০ শতাংশ কেটে রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেয়। পরে অনেক যাত্রী এই ট্রেনেই বাড়ি ফিরে যায় আবার অনেকে ভেঙে ভেঙে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়।
পাবনার মোহনপুরের স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কমিউটার ট্রেন জামতৈল স্টেশনে আসার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এতে অনেক যাত্রী উত্তেজিত হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ আমাদের টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিলে সবাই থেমে যায়।’
চাটমোহর স্টেশন থেকে আসা এক যাত্রী বলেন, ‘জামতৈল স্টেশনে লোকাল ট্রেনটি সাড়ে ৮টায় এসে পৌঁছায় এখন ৩টা বাজে। কিছুক্ষণ আগে আমাদের ২০ শতাংশ টাকা রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়েছে। দুপুরের আগে যদি ট্রেন কর্তৃপক্ষ বলত যে, ট্রেন আর যাবে না এবং টাকাটা যদি আগে ফেরত দিত তাহলে এতক্ষণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারতাম।’
শামীম নামের এক যাত্রী বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল করার কারণে ঝামেলায় পড়ে গেলাম। এখন কীভাবে পরিবার নিয়ে ঢাকায় যাব বুঝতে পারছি না।’
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজিপুরের ধীরাশ্রমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
উল্লেখ্য ঢাকা কমিউটার ট্রেনটি বেলা ১২টার মধ্যে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ২টার পরও ট্রেনটি জামতৈল স্টেশনেই রয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় কমিউটার ট্রেনের কর্তৃপক্ষ।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে