নাটোর প্রতিনিধি
নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাব্বি (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছে। রাব্বি সদর উপজেলার বড়গাছা এলাকার বাসিন্দা।
আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য রাব্বির নেতৃত্বে কয়েকজন আমহাটি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত আরেক দল যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। এ সময় রাব্বিরা ভোট দেখতে এসেছে জানালে যুবকেরা তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে।
এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোহেল নামের একজন রাব্বির বাম হাতে ছুরিকাঘাত করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাব্বি বলেন, ‘সোহেলের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। সে যুবলীগ নেতা মিলনের সমর্থক। আমরা তো সবখানেই যেতে পারি। তারা আমাদের অন্য লোকদেরও মারার চেষ্টা করে।’
ঘটনার পর অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁকে ওই এলাকায় আর পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। এর সঙ্গে ভোট গ্রহণের কোনো সম্পর্ক নাই। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাব্বি (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছে। রাব্বি সদর উপজেলার বড়গাছা এলাকার বাসিন্দা।
আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য রাব্বির নেতৃত্বে কয়েকজন আমহাটি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত আরেক দল যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। এ সময় রাব্বিরা ভোট দেখতে এসেছে জানালে যুবকেরা তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে।
এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোহেল নামের একজন রাব্বির বাম হাতে ছুরিকাঘাত করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাব্বি বলেন, ‘সোহেলের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। সে যুবলীগ নেতা মিলনের সমর্থক। আমরা তো সবখানেই যেতে পারি। তারা আমাদের অন্য লোকদেরও মারার চেষ্টা করে।’
ঘটনার পর অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁকে ওই এলাকায় আর পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। এর সঙ্গে ভোট গ্রহণের কোনো সম্পর্ক নাই। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে লাগা আগুন নিভে গেছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আজ সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে পেড়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন...
১ few সেকেন্ড আগেযশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
৯ মিনিট আগেএকসময় দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের খাবার হিসেবে পরিচিত ছিল মিষ্টি আলু। সময়ের ব্যবধানে এখন সেই আলু বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করছেন কৃষকেরা। শেরপুরের চরাঞ্চলে উৎপাদিত আলু যাচ্ছে জাপানে। সরাসরি খেত থেকে এগুলো কিনে নিচ্ছে এক জাপানি প্রতিষ্ঠান। ফলে দিন দিন বাড়ছে চাষের পরিমাণ।
২২ মিনিট আগেবাগেরহাটে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে বিদ্যুৎবিহীন থেকে ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ও গ্রাহকদের। এতে আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা। এদিকে চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও কোনো আসামি গ্রেপ্তার করতে...
২৫ মিনিট আগে