সিরাজগঞ্জ থেকে রিমন রহমান
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
১ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
১১ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগে