জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।
জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৬ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪০ মিনিট আগে