জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।
জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
২০ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৪ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
৩৪ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
৩৯ মিনিট আগে