ভাতের সঙ্গে বিষ মিশিয়ে শিশু হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ২২: ২৭
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২: ৩৮

জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন। 

মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন। 

২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত