রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে প্রায় দেড় ঘণ্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে লাইনের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টা নাগাদ রাণীনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের ‘ক’ নম্বর বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যায়। এ সময় পেছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থেমে দেয়। এতে ট্রেনটি মাঝ পথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।
পরে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধা ঘণ্টা পর ত্রুটিপূর্ণ পেছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টা দেড় কের মধ্যেই সান্তাহার থেকে আলাদা ইঞ্জিন নিয়ে এসে ত্রুটিপূর্ণ ওই বগিটি রাণীনগর স্টেশনে নিয়ে এসে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে প্রায় দেড় ঘণ্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে লাইনের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টা নাগাদ রাণীনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের ‘ক’ নম্বর বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যায়। এ সময় পেছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থেমে দেয়। এতে ট্রেনটি মাঝ পথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।
পরে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধা ঘণ্টা পর ত্রুটিপূর্ণ পেছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টা দেড় কের মধ্যেই সান্তাহার থেকে আলাদা ইঞ্জিন নিয়ে এসে ত্রুটিপূর্ণ ওই বগিটি রাণীনগর স্টেশনে নিয়ে এসে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
৪৪ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
১০ ঘণ্টা আগে