পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মরদেহ দাফন করতে এসে বিপাকে পড়ে একটি পরিবার। গেটের বাইরে ৩ ঘণ্টা অপেক্ষার পর ৯৯৯ নম্বরে ফোন করলে প্রশাসন দাফনের ব্যবস্থা করে দেয়।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আধিপত্য বিস্তার এবং কবরস্থান সংলগ্ন ১০ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে ভেড়ামারা ও চরপাড়া গ্রামের মধ্যে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ভেড়ামারা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামাদ খাঁনের নির্দেশে তাঁর অনুসারীরা কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেয়। চরপাড়া গ্রামের মৃতদের দাফন করতে না দেওয়ার উদ্দেশ্যে এ তালা দেওয়া হয়।
গতকাল রোববার বিকেলে চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের নবজাতক সন্তান মারা যায়। তাকে দাফন করতে গিয়ে তিনি প্রায় ৩ ঘণ্টা তালাবদ্ধ গেটের সামনে অপেক্ষা করেন। পরে চরপাড়া গ্রামের লোকজন নিরুপায় হয়ে ভাঙ্গুড়া থানা ও সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ দাফন সম্পন্ন করতে সহযোগিতা করে।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সামাদ খাঁন বলেন, কবরস্থান সংলগ্ন এতিমখানার জমি নিয়ে বিরোধের কারণে চরপাড়া গ্রামের বাসিন্দাদের মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছিল। তবে থানা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির আপাতত সমাধান হয়েছে। এখন জমির সমস্যার সমাধান হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে।
পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল হক বলেন, এতিমখানার জমির বিরোধ নিয়ে ভেড়ামেরা গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক কবরস্থানে তালা দিয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবে না।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি থানা প্রশাসন জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কবরস্থানে পরবর্তীতে যেন সমস্যা না হয় সে বিষয়টিতেও লক্ষ্য রাখা হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মরদেহ দাফন করতে এসে বিপাকে পড়ে একটি পরিবার। গেটের বাইরে ৩ ঘণ্টা অপেক্ষার পর ৯৯৯ নম্বরে ফোন করলে প্রশাসন দাফনের ব্যবস্থা করে দেয়।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আধিপত্য বিস্তার এবং কবরস্থান সংলগ্ন ১০ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে ভেড়ামারা ও চরপাড়া গ্রামের মধ্যে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ভেড়ামারা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামাদ খাঁনের নির্দেশে তাঁর অনুসারীরা কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেয়। চরপাড়া গ্রামের মৃতদের দাফন করতে না দেওয়ার উদ্দেশ্যে এ তালা দেওয়া হয়।
গতকাল রোববার বিকেলে চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের নবজাতক সন্তান মারা যায়। তাকে দাফন করতে গিয়ে তিনি প্রায় ৩ ঘণ্টা তালাবদ্ধ গেটের সামনে অপেক্ষা করেন। পরে চরপাড়া গ্রামের লোকজন নিরুপায় হয়ে ভাঙ্গুড়া থানা ও সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ দাফন সম্পন্ন করতে সহযোগিতা করে।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সামাদ খাঁন বলেন, কবরস্থান সংলগ্ন এতিমখানার জমি নিয়ে বিরোধের কারণে চরপাড়া গ্রামের বাসিন্দাদের মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছিল। তবে থানা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির আপাতত সমাধান হয়েছে। এখন জমির সমস্যার সমাধান হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে।
পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল হক বলেন, এতিমখানার জমির বিরোধ নিয়ে ভেড়ামেরা গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক কবরস্থানে তালা দিয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবে না।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি থানা প্রশাসন জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কবরস্থানে পরবর্তীতে যেন সমস্যা না হয় সে বিষয়টিতেও লক্ষ্য রাখা হয়েছে।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৩২ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে