শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা গ্রামের ফসলি জমির ভেতরে একটি লাউয়ের মাচার নিচ থেকে অজ্ঞাত কিশোরের (৮) মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের শরীরে মেটে রঙের পাঞ্জাবি, নীল রঙের জিন্সপ্যান্ট ও কালো রঙের প্লাস্টিকের স্যান্ডেল রয়েছে। মরদেহের সঙ্গে বর্ণিল টুপিও ছিল। যেটি মাচার একটি খুঁটির ওপরে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরিচয় নিশ্চিত করতে বেলা ২টা পর্যন্ত মরদেহ সেখানেই রাখা হয়েছিল।
ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহটি মাচার খুঁটির সঙ্গে গলায় নতুন রশি প্যাঁচানো অবস্থায় ছিল। অসংখ্য মানুষ মরদেহ দেখতে আসেন। এই গ্রামে এমন ঘটনা এটাই প্রথম।
ঘটনাস্থলে থাকা থানার এসআই আরিফ আজকের পত্রিকাকে বলেন, পোশাক দেখে ধারণা করা হচ্ছে, সে কোনো মাদ্রাসা শিক্ষার্থী ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেলে হত্যার জট খুলবে। পরিচয় শনাক্তে আমরা সব ধরনের চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আসামিদের ধরতে সব ধরনের চেষ্টা করবে পুলিশ।
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা গ্রামের ফসলি জমির ভেতরে একটি লাউয়ের মাচার নিচ থেকে অজ্ঞাত কিশোরের (৮) মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের শরীরে মেটে রঙের পাঞ্জাবি, নীল রঙের জিন্সপ্যান্ট ও কালো রঙের প্লাস্টিকের স্যান্ডেল রয়েছে। মরদেহের সঙ্গে বর্ণিল টুপিও ছিল। যেটি মাচার একটি খুঁটির ওপরে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরিচয় নিশ্চিত করতে বেলা ২টা পর্যন্ত মরদেহ সেখানেই রাখা হয়েছিল।
ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহটি মাচার খুঁটির সঙ্গে গলায় নতুন রশি প্যাঁচানো অবস্থায় ছিল। অসংখ্য মানুষ মরদেহ দেখতে আসেন। এই গ্রামে এমন ঘটনা এটাই প্রথম।
ঘটনাস্থলে থাকা থানার এসআই আরিফ আজকের পত্রিকাকে বলেন, পোশাক দেখে ধারণা করা হচ্ছে, সে কোনো মাদ্রাসা শিক্ষার্থী ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেলে হত্যার জট খুলবে। পরিচয় শনাক্তে আমরা সব ধরনের চেষ্টা করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আসামিদের ধরতে সব ধরনের চেষ্টা করবে পুলিশ।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৪৩ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে