অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই বিশ্বে: প্রবাসী কল্যাণ মন্ত্রী 

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১৫: ৩০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দক্ষ শ্রমিক ছাড়া অদক্ষ শ্রমিকের বাজার নেই বিশ্বে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।’ 

আজ রোববার বেলা ১২টায় নওগাঁর রানীনগর উপজেলা সদরে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।’ 

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। তাঁর এই নির্দেশনা মোতাবেক এসব ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।’ 

মন্ত্রী আরও বলেন, ‘অবৈধ পথে যারা বিদেশে যায় তারা গিয়ে বিপদে পড়বেই, এটা গ্যারান্টি। বিপদে পড়ে তারপর আমাকে চিঠি লিখবে আমরা বিপদে আছি আমাদের বাঁচাও। এটা তো ঠিক না। কিন্তু তারপরেও অবৈধভাবে বিদেশে গিয়ে যারা আসলেই বিপদে পড়েন তাদের বাঁচানোর জন্য আমরা অনেক পদক্ষেপ নিই।’ 

অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরীসহ অন্যরা। 

সংশ্লিষ্টরা জানান, সারা দেশে ৪০টি টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর নওগাঁয় মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৬ মাস মেয়াদি মোট ৮৮০ জন প্রশিক্ষণার্থী ছয়টি ট্রেডে প্রশিক্ষণ নেবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত