নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গুম-খুনসহ র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান এ কে এম শহিদুর রহমান। তবে এতে আক্ষেপ কমেনি গুমের শিকার রাজশাহীর ইসমাইল হোসেনের পরিবারের। তার ছোট ভাই ইউসুফ আলী বলেন, ‘আমার ভাইটার লাশটাও খুঁজে পাইনি। র্যাবকে ক্ষমা করি কীভাবে?’
আজ বৃহস্পতিবার নগরীর ভদ্রার নিজ কার্যালয়ে আজকের পত্রিকার প্রতিবেদককে এসব কথা বলেন তিনি। ইউসুফ আলীর বলেন, ‘র্যাবের মহাপরিচালক স্বীকার করে নিয়েছেন যে আয়না ঘর আছে। অপরাধী যখন অপরাধ স্বীকার করে নেয়, তখন শাস্তি দেওয়া সহজ হয়ে যায়। আমরা এই শাস্তিটাই এখন দেখতে চাই। তা না হলে আমার ভাইকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’
গুমের শিকার ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি আলীপুর মহল্লার বাসিন্দা। মহিষালবাড়িতে তার জুয়েলারি দোকান ছিল। বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর মোটরসাইকেল নিয়ে বের হন ইসমাইল। রাত ৯টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে পৌঁছালে র্যাব সদস্যরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় তার বয়স ছিল ৩০ বছর।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৮ আগস্ট তার স্ত্রী নাইস খাতুন রাজশাহীর আদালতে একটি মামলা করেন। মামলায় র্যাব-৫ এর তৎকালীন রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপপরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সেপাই কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলামকে আসামি করা হয়।
ইউসুফ আলী বলেন, ‘র্যাবের মহাপরিচালক স্বীকারই করে নিয়েছেন যে, বাহিনীর সদস্যরা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। আমরা চাই, যে সাতজনের বিরুদ্ধে আমরা মামলা করেছি, তাদেরও সামনে আনা হোক। তাদের বিরুদ্ধেও র্যাবের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক।’
তিনি বলেন, ‘আমরা যে মামলা করেছি, সেটা সিআইডি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তদন্তকাজ চলছে। র্যাব প্রধানের বক্তব্যের পর আমি তো মনে করি, এখন তদন্ত প্রক্রিয়া আরও সহজ হলো। বিচার পাওয়াটাও সহজ হলো।’
ইসমাইল গুমের ঘটনায় গুম কমিশনেও অভিযোগ করা হয়েছে। কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ইউসুফ আলী বলেন, ‘গুম কমিশন খুব সূক্ষ্মভাবে কাজ করছে। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুই তদন্ত করছে। যার ফলে র্যাবের মহাপরিচালক বাহিনীর অপরাধ স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন।’
‘মহাপরিচালক বলেছেন, আয়না ঘর যে অবস্থায় ছিল–সেভাবেই আছে। আমরা জানি না, সেখানে এখনো কেউ আছেন কি না। যদি আমার ভাই এখনো সেখানে থাকে, তাহলে আমাদের ফেরত দেওয়া হোক। তা না হলে আমার ভাইয়ের কী পরিণতি হয়েছিল তা আমাদের জানানো হোক। তারপর আমরা র্যাবকে ক্ষমা করার ব্যাপারে চিন্তা করব। তার আগে তো এটা নিয়ে ভাবা যায় না’ বলে যোগ করেন ইউসুফ আলী।
তিনি এ প্রতিবেদককে জানান, গুম থাকা অবস্থায় ইসমাইল হোসেন তিন দিন পর অন্য এক ব্যক্তির মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তখন ইসমাইল জানান, তিনি র্যাবের হেফাজতে আছেন। তাঁর এই শেষ কথার রেকর্ড এখনো সংরক্ষিত আছে ইউসুফ আলীর কাছে। আওয়ামী সরকারের পতনের পর গুম হওয়া কেউ কেউ ফিরে এলে আশায় বুক বাঁধেন ইসমাইলের স্বজনেরা।
ইউসুফ ঢাকায় গিয়ে কথিত আয়না ঘরের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকেন। কয়েক দিন দাঁড়িয়ে থাকার পর ইউসুফ ফিরেছেন একা। ভাইকে পাননি। মামলার এজাহারে নাইস খাতুন বলেছেন-তাঁর আশঙ্কা, ইসমাইলকে তুলে নেওয়ার পর হত্যা করে লাশটিও গুম করে দেওয়া হয়েছে।
গুম-খুনসহ র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান এ কে এম শহিদুর রহমান। তবে এতে আক্ষেপ কমেনি গুমের শিকার রাজশাহীর ইসমাইল হোসেনের পরিবারের। তার ছোট ভাই ইউসুফ আলী বলেন, ‘আমার ভাইটার লাশটাও খুঁজে পাইনি। র্যাবকে ক্ষমা করি কীভাবে?’
আজ বৃহস্পতিবার নগরীর ভদ্রার নিজ কার্যালয়ে আজকের পত্রিকার প্রতিবেদককে এসব কথা বলেন তিনি। ইউসুফ আলীর বলেন, ‘র্যাবের মহাপরিচালক স্বীকার করে নিয়েছেন যে আয়না ঘর আছে। অপরাধী যখন অপরাধ স্বীকার করে নেয়, তখন শাস্তি দেওয়া সহজ হয়ে যায়। আমরা এই শাস্তিটাই এখন দেখতে চাই। তা না হলে আমার ভাইকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’
গুমের শিকার ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি আলীপুর মহল্লার বাসিন্দা। মহিষালবাড়িতে তার জুয়েলারি দোকান ছিল। বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর মোটরসাইকেল নিয়ে বের হন ইসমাইল। রাত ৯টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে পৌঁছালে র্যাব সদস্যরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় তার বয়স ছিল ৩০ বছর।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৮ আগস্ট তার স্ত্রী নাইস খাতুন রাজশাহীর আদালতে একটি মামলা করেন। মামলায় র্যাব-৫ এর তৎকালীন রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপপরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সেপাই কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলামকে আসামি করা হয়।
ইউসুফ আলী বলেন, ‘র্যাবের মহাপরিচালক স্বীকারই করে নিয়েছেন যে, বাহিনীর সদস্যরা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। আমরা চাই, যে সাতজনের বিরুদ্ধে আমরা মামলা করেছি, তাদেরও সামনে আনা হোক। তাদের বিরুদ্ধেও র্যাবের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক।’
তিনি বলেন, ‘আমরা যে মামলা করেছি, সেটা সিআইডি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তদন্তকাজ চলছে। র্যাব প্রধানের বক্তব্যের পর আমি তো মনে করি, এখন তদন্ত প্রক্রিয়া আরও সহজ হলো। বিচার পাওয়াটাও সহজ হলো।’
ইসমাইল গুমের ঘটনায় গুম কমিশনেও অভিযোগ করা হয়েছে। কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ইউসুফ আলী বলেন, ‘গুম কমিশন খুব সূক্ষ্মভাবে কাজ করছে। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুই তদন্ত করছে। যার ফলে র্যাবের মহাপরিচালক বাহিনীর অপরাধ স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন।’
‘মহাপরিচালক বলেছেন, আয়না ঘর যে অবস্থায় ছিল–সেভাবেই আছে। আমরা জানি না, সেখানে এখনো কেউ আছেন কি না। যদি আমার ভাই এখনো সেখানে থাকে, তাহলে আমাদের ফেরত দেওয়া হোক। তা না হলে আমার ভাইয়ের কী পরিণতি হয়েছিল তা আমাদের জানানো হোক। তারপর আমরা র্যাবকে ক্ষমা করার ব্যাপারে চিন্তা করব। তার আগে তো এটা নিয়ে ভাবা যায় না’ বলে যোগ করেন ইউসুফ আলী।
তিনি এ প্রতিবেদককে জানান, গুম থাকা অবস্থায় ইসমাইল হোসেন তিন দিন পর অন্য এক ব্যক্তির মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তখন ইসমাইল জানান, তিনি র্যাবের হেফাজতে আছেন। তাঁর এই শেষ কথার রেকর্ড এখনো সংরক্ষিত আছে ইউসুফ আলীর কাছে। আওয়ামী সরকারের পতনের পর গুম হওয়া কেউ কেউ ফিরে এলে আশায় বুক বাঁধেন ইসমাইলের স্বজনেরা।
ইউসুফ ঢাকায় গিয়ে কথিত আয়না ঘরের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকেন। কয়েক দিন দাঁড়িয়ে থাকার পর ইউসুফ ফিরেছেন একা। ভাইকে পাননি। মামলার এজাহারে নাইস খাতুন বলেছেন-তাঁর আশঙ্কা, ইসমাইলকে তুলে নেওয়ার পর হত্যা করে লাশটিও গুম করে দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৮ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১২ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৯ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে