পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছে, দুর্বৃত্তরা ওই যুবককে দূরে কোথাও হত্যার পর এখানে ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।
এসআই ফিরোজ বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।
এই শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশে খবর দেয়।’
চেয়ারম্যান আরও বলেন, ‘লাশটি ফুলে গেছে। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।’
এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রাজশাহীর পুঠিয়ায় সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছে, দুর্বৃত্তরা ওই যুবককে দূরে কোথাও হত্যার পর এখানে ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।
এসআই ফিরোজ বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।
এই শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশে খবর দেয়।’
চেয়ারম্যান আরও বলেন, ‘লাশটি ফুলে গেছে। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।’
এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। ‘মার্চ ফর খিলাফাহ’ নামে এই বিক্ষোভ সমাবেশ পালনের পরিকল্পনা করার সংবাদে এরই মধ্যে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল মরদেহটি।
৩৫ মিনিট আগে