Ajker Patrika

বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু

বগুড়ায় ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কবি সম্মেলনে আয়োজন করেছে লেখক চক্র। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী। বাংলাদেশ ও ভারতের আড়াই শতাধিক কবি-লেখক তিন দিনের এ উৎসবে অংশ নিয়েছেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম, ভারতীয় কবি প্রাণ জি বসাক ও কবি আসলাম সানী।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বগুড়ার কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার। কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিআইআইটি) অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবি জে এম রউফ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, আনন্দ কণ্ঠের সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা ও বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী ও জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। 

এর আগে শহীদ মিনারে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর জেলা পরিষদ থেকে সাতমাথা পর্যন্ত শোভাযাত্রায় বাংলাদেশ এবং ভারতের কবি সাহিত্যিকেরা অংশগ্রহণ নেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর আটটি সেশন অনুষ্ঠিত হয়। সেশন সমূহে সভাপতিত্ব করেন অধ্যাপক খৈয়াম কাদের, নিসর্গ সম্পাদক সরকার আশরাফ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, কবি ফরিদ আহমদ দুলাল, শেলী সেনগুপ্তা এবং কবি ফারুক মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত