নওগাঁ প্রতিনিধি
নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপির ৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া ২৫ নভেম্বর রাতে মান্দার কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে একই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপির ৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া ২৫ নভেম্বর রাতে মান্দার কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে একই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২০ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৩ মিনিট আগে