আবাদপুকুর হাটে এসে ৩ জনকে ছুরিকাঘাত 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৭: ৫৭

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আবাদপুকুর বাজার গো-হাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলায় ঘটনায় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ছুরিকাঘাতে তিনজনের মধ্যে শহিদুল ইসলাম তুহিনকে (৩৮) গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আবাদপুকুর উত্তর পার এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। আটক নাফিজ ওরফে সাদিক (২১) আবাদুকুর বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামে ছেলে।

আহত তুহিনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে গো-হাটি এলাকায় এক দোকানে বসে চা পান করছিলেন। এ সময় নাফিজ এসে প্রথমে থাপ্পড় মারে। এরপর দৌড়ে পালানোর সময় ধারালো ছুরি দিয়ে পেটে এবং বুকে মোট চারস্থানে ছুরিকাঘাত করে। এ সময় লোকজন দেখতে পেয়ে নাফিজকে বাধা দিতে গেলে নাফিজের ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম নান্নু (৪২) ও তুহিনের ছোট ভাই শাফি (২৮) ও আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। এ ছাড়া স্থানীয় লোকজন নাফিজকে আটক করে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে হামলায় ব্যবহৃত ছুরিসহ নাফিজকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে এমন হামলা করা হয়েছে তা বলতে পারেননি তুহিন।

প্রত্যক্ষদর্শী জিয়ারুল ইসলাম নান্নু বলেন, ‘আজ বুধবার ছিল আবাদপুকুর হাটের দিন। আড়তে ধান কিনছিলাম। এ সময় তুহিন চিৎকার করে দৌড়ে পালাচ্ছিল। আমরা নাফিজকে বাধা দিতে গিয়ে আহত হয়েছি।’

তিনি বলেন, নাফিজের সঙ্গে ৫–৭টি মোটরসাইকেলে ৮–১০ জন ছিল। কিন্তু হাটের লোকজন তুহিনকে রক্ষায় এগিয়ে গেলে নাফিজের সহযোগীরা পালিয়ে যায়। তিনিসহ আহত শাফি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নান্নু।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ বলেন, তুহিনের ওপর হামলার বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে পূর্বের কোনো জের ধরে এ হামলা হতে পারে। স্থানীয়রা হামলাকারী নাফিজকে ছুরিসহ আটক করে। এ ঘটনায় আহত তুহিনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত