Ajker Patrika

জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ গেল চালকের

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০: ২৯
জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ গেল চালকের

নওগাঁর মহাদেবপুরে পাওয়ার টিলারের নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরকিষ্টপুর গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

পাওয়ার টিলার চালকের নাম আহসান হাবীব (২০)। তিনি মথুরকিষ্টপুর গ্রামের আব্দুল হান্নানের ছোট ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, আহসান হাবীব দীর্ঘদিন ধরে পাওয়ার টিলারের চালক হিসেবে কাজ করতেন। আজ সকালে জমি চাষের জন্য টিলার নিয়ে মথুরকিষ্টপুর গ্রামের পশ্চিম মাঠে যান। সেখান আব্দুল খলিল নামে এক ব্যক্তির জমি চাষ করার সময় টিলারটি সামনের আইলে ধাক্কা লেগে পেছনের দিকে ফিরে আসে। এ সময় টিলার থেকে ছিটকে পড়ে যান আহসান হাবীর। টিলারের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে যায়। টিলারের ঘূর্ণমান ফাল লেগে শরীরের নিচের অংশ গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। 

এ বিষয়ে সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বলেন, ‘আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল গিয়েছিলাম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।’ 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনাটি  শুনেছি। যেহেতু দুর্ঘটনাটি একা একা ঘটেছে, এখানে কোনো অপরাধ সংঘটিত হয়নি। এ জন্য থানা-পুলিশ আইনানুগ কোনো ব্যবস্থা নেবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত